হাবিপ্রবিতে এগ্রিকালচার প্রিমিয়ার লীগ- ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
Posted: ১৮ নভেম্বর ২০২৪



আজ বিকাল ৪ টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এগ্রিকালচার প্রিমিয়ার লীগ- ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এবং প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। সভাপতিত্ব করেন এগ্রিকালচার অনুষদের ডীন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, আইকিউএসি’র পরিচালকসহ এগ্রিকালচার অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।



প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, চারিত্রিক, শারীরিক অবকাঠামো গঠন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, খেলায় জয় পরাজয় থাকবেই, আমি উভয় দলকেই অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, খেলাধুলার পরিবেশ নিশ্চিতে তাজউদ্দীন আহমদ হল সংলগ্ন মাঠে লাইটিং এর ব্যবস্থা, ক্রিকেট পিচ তৈরি, হ্যান্ডবল খেলার কোটের উন্নয়নসহ মাঠকে ঢেলে সাজানো হবে এবং পড়াশুনার পরিবেশ নিশ্চিতে আস্তে আস্তে নুর হোসেন হল সংলগ্ন মাঠে খেলা কমিয়ে দিতে হবে। পাশাপাশি মেয়েদের জন্যও চারদিকে বেষ্টনী সম্বলিত মাঠের ব্যবস্থা করা হবে। বক্তব্য শেষে তিনি বিজয়ী ও পরাজিত উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, নির্ধারিত সময়ে খেলা ড্র হওয়ায় ট্রাইব্রেকারে এগ্রিকালচার অনুষদের ২২ তম ২০ তম ব্যাচ কে পরাজিত করে।


News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto