হাবিপ্রবির ম্যানেজমেন্ট বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
Posted: ০২ ডিসেম্বর ২০২৪



ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক মো. মামুনার রশিদ, রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রাফিয়া আখতার। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মো. এনামউল্যা বলেন, নবীনরা ভবিষ্যৎ জীবনের জন্য একরাশ স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার মাধ্যম হিসেবে কাজ করবে ম্যানেজমেন্ট বিভাগ তথা হাবিপ্রবি। তোমরা দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছো, ফলে স্বভাবতই তোমাদের পারিপার্শ্বিকতা ও কালচার ভিন্ন ভিন্ন হবে। কিন্তু যখন তোমরা ক্লাসে বসবে তখন সেখানে কোন পার্থক্য থাকবে না, সেখানে সকলেই তোমরা বন্ধু। একে অপরের সাথে মিশে চললে ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চললে সফলতা অর্জন সহজতর হবে। এর থেকে বিচ্যুত হলেই ট্রেন ফেইল করবে, যা ভবিষ্যতেও তোমাদের ভোগাবে।



বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে কঠিন সময় অতিক্রম করে তোমরা আজ এই পর্যায়ে এসেছো, সফলতার সাথে সার্টিফিকেট অর্জন করতে পেরেছো। জীবনের এই পর্যায়ে এসে ধৈর্য্য ধারণ করে এবং মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কোন ভাবেই হতাশ হওয়া যাবেনা। প্রসঙ্গত, অনুষ্ঠানে উক্ত বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।







News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto