হাবিপ্রবিতে অ্যান্টি র‌্যাগিং এক্টিভিটিস এন্ড একাডেমিক কাউন্সিলিং ফর দ্যা স্টুডেন্টস বিষয়ক সেমিনার
Posted: ০৯ ডিসেম্বর ২০২৪



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের সকল অনুষদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ ও গ্রুপ রিপ্রেজেন্টেটিভদের জন্য “অ্যান্টি র‌্যাগিং এক্টিভিটিস এন্ড একাডেমিক কাউন্সিলিং ফর দ্যা স্টুডেন্টস অব এইচএসটিইউ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯.৩০ টায় আইকিউএসি’র কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মোমিনুর রহমান। সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. এমদাদ হোসেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শফিকুল ইসলাম সিকদার উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জুনিয়রদের স্নেহ করতে হবে, সিনিয়রদের সম্মান করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনের এই সম্পর্ক গুলো সারা জীবনের। র‌্যাগ দিয়ে বা ভয় দেখিয়ে কখনও মন থেকে শ্রদ্ধা অর্জন করা যায়না। তিনি বলেন, তোমাদের সাথে নবীনদের সবচেয়ে বেশি পারস্পরিক যোগাযোগ থাকবে, তাই আজকে তোমাদেরকে নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। তোমরা আমাদের এই বার্তাগুলো সকলের মাঝে ছড়িয়ে দিবে। পরিশেষে তিনি এ ধরণের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, হাবিপ্রবির নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন এবং র‌্যাগিং এর নামে নবীন শিক্ষার্থীদের হয়রানি ও শারীরিক, মানসিক নির্যাতন বন্ধ করা এবং এ ধরণের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিভিন্ন শাস্তিমূলক আইন সম্পর্কে সচেতন করে তোলার লক্ষে আজকের এই সেমিনারের আয়োজন করা হয়।





News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto