হাবিপ্রবিতে ২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম শুরু
Posted: ২৭ অক্টোবর ২০২৪।

“অন্যায়, অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং বৈষম্যহীন সমাজ ও দেশ গঠনে শহীদ আবু সাঈদ এর চেতনা ধারণ করতে হবে”----ভাইস-চ্যান্সেলর


২৭ অক্টোবর ২০২৪, হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল ১ সেমিস্টার ১ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ৪ টি অনুষদের ওরিয়েন্টেসন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অডিটোরিয়াম-১ এ সকাল ৯.৩০ টায় কৃষি অনুষদ এবং বিকেল ৩.০০ টায় সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদ এবং অডিটোরিয়াম-২ এ সকাল ১১.০০ টায় ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদ ও দুপুর ২.০০ টায় ফিসারিজ অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকল অনুষদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অনুষদের সকল বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান। ওরিয়েন্টেসন কার্যক্রমে সভাপতিত্ব করেন স্ব স্ব অনুষদের সম্মানিত ডীনগণ। ওরিয়েন্টেশন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পাশাপাশি স্ব স্ব অনুষদের পক্ষ থেকে একাডেমিক বিষয়সহ অনুষদের বিস্তারিত পরিচিতি তুলে ধরা হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিটি অনুষদ থেকে দুজন করে শিক্ষার্থী তাদের অনুভুতি প্রকাশ করেন।


ওরিয়েন্টেসন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা নবীন শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের দিনটি তোমাদের জন্য স্মরণীয় একটি দিন। স্কুল কলেজ জীবনের গন্ডি পেরিয়ে তোমরা নিজেদের মেধার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। তিনি বলেন, অনেকের ত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি । আমি বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদগণের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং যারা আহত হয়েছেন তাদের আশু রোগমুক্তি কামনা করছি। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার এই আন্দোলনে প্রায় দেড় থেকে দুই হাজার ছাত্র-জনতার তাজা প্রাণ ঝড়ে গেছে। আমি সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং রুহের মাগফেরাত কামনা করছি। আমি দেখেছি রংপুরের আবু সাঈদ কিভাবে একটার পর একটা গুলি বুকে নিয়েছে। প্রথম গুলির পরে সে একটু ঝুঁকেছিল, দ্বিতীয় গুলি লেগে আরেকটু ঝুঁকেছে এবং তৃতীয় গুলি লাগার পর সে পড়ে গেছে, এরপরও কিন্তু এক মুহ‚র্তের জন্য তাঁর হাতের লাঠিটা পড়ে যায়নি। এই লাঠি হলো শক্তি ও সাহসের প্রতিক। তোমরা তাঁর সহযোদ্ধা এবং অনেকেই তোমরা এই আন্দোলনের সাথে ছিলে। জীবনের মায়া ত্যাগ করে তোমরা এবারের এই আন্দোলনকে সফল করেছো। এই দেশটাকে আমরা নষ্ট করেছিলাম, তোমরা আমাদের পথ দেখিয়েছো। তোমাদের এই আন্দোলনের সেন্টিমেন্টকে আমি শতভাগ ধারণ করি এবং আমি শুরু থেকেই এই আন্দোলনের সাথে ছিলাম। আমরা চেষ্টা করেছি বলেই সৃষ্টিকর্তা আমাদের সাথে ছিলেন। এই আন্দোলনের অন্যতম বিষয় ছিল মেধার ম‚ল্যায়ন ও বৈষম্য নিরসন করা। তাই মেধার ম‚ল্যায়ন করতে হলে প্রথমেই তোমাদের মেধাবী হতে হবে। এজন্য মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। সকলের সাথে ভালো ও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। তোমরা মনে রাখবা আবু সাঈদরা মেধার জন্য তাদের জীবন উৎসর্গ করেছে, তাই মেধার ম‚ল্যায়ন করিও। র‌্যাগিং এর বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, হাবিপ্রবিতে র‍্যাগিং এর কোন স্থান নেই। এ বিশ্ববিদ্যালয় থেকে র‍্যাগিং চিরতরে বিলিন করা হবে এবং কেউ র‍্যাগিং এর সাথে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আগামী ২৯ তারিখ আমরা একটি র‍্যাগিং বিরোধী র‍্যালি করবো। পরিশেষে তিনি সুন্দরভাবে ওরিয়েন্টেসন কার্যক্রম আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।



ওরিয়েন্টেসন কার্যক্রমে নবীন শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সংক্রান্ত ফোল্ডার, বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত কলম, ক্লাস রুটিন ও একাডেমিক ক্যালেন্ডার প্রদান করা হয়।



উল্লেখ্য, আগামীকাল অডিটোরিয়াম ২ এ সকাল ৯.৩০ টায় বিজনেস স্টাডিজ অনুষদ, দুপুর ২.০০ টায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, অডিটোরিয়াম ১ এ সকাল ১১.০০ টায় ইঞ্জিনিয়ারিং অনুষদ ও বিকেল ৩ টায় বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেসন কার্যক্রম অনুষ্ঠিত হবে।



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto