হাবিপ্রবিতে ২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সমাপ্ত
Posted: ২৮ অক্টোবর ২০২৪।


২৮ অক্টোবর ২০২৪, হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান অনুষদের ২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল ১ সেমিস্টার ১ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ২দিন ব্যাপী ৮টি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সমাপ্ত হলো। সকল অনুষদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অনুষদের সকল বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ব স্ব অনুষদের সম্মানিত ডীনগণ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পাশাপাশি স্ব স্ব অনুষদের পক্ষ থেকে একাডেমিক বিষয়সহ অনুষদের বিস্তারিত পরিচিতি তুলে ধরা হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিটি অনুষদ থেকে দুজন করে শিক্ষার্থী তাদের অনুভ‚তি প্রকাশ করেন।


ওরিয়েন্টেসন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদগণের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং যারা আহত হয়েছেন তাদের আশু রোগমুক্তি কামনা করেন। এ সময় নবীন শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। এই আন্দোলনের ম‚ল বিষয়বস্তুই ছিল মেধা, তাই পড়ালেখার কোন বিকল্প নেই। আমাদের সময়ে আমরা এতো সুযোগ সুবিধা পাইনি , কিন্তু বর্তমানে তোমাদের সামনে অবারিত সুযোগ সুবিধা বিদ্যমান। আমি মনে করি তোমরা আমাদের চেয়ে বেশি মেধাবী বলেই এবারের দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন তোমাদের দ্বারা সফল হয়েছে। তোমরা শহীদ আবু সাঈদ ও মুগ্ধের সহযোদ্ধা, তাদের সহযোগী হিসেবে তোমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা শিক্ষাঙ্গণে আবরারের মত হত্যাকান্ড দেখতে চাইনা। তোমরা সর্বদা নিয়ম-শৃংখলার মাধ্যমে ক্যাম্পাসের পবিত্রতা বজায় রাখবে। তোমরা একেকজন ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে এসেছো, স্বাভাবিকভাবেই তোমার পাশে যে বসবে বা তোমার পাশের বেডে যে থাকবে তার সাথে কিছু বিষয়ে পার্থক্য থাকবেই। এগুলোর সাথে নিজেকে এডজাস্ট করে নিবে। কোন বিষয় নিয়েই দ্বন্ধ সংঘাতে জড়ান যাবেনা, যে বিষয়গুলো আমরা বিগত বছর গুলোতে দেখে এসেছি। সেশন জটের সাথে মারামারি, বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ, অস্ত্রবাজি, চাঁদাবাজি এই বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত। আমি আশা করবো তোমরা এসব থেকে দ‚রে থাকবে। পরিশেষে, তিনি সুন্দরভাবে ওরিয়েন্টেসন কার্যক্রম আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto