Posted: ৩০ অক্টোবর ২০২৪।
৩০ অক্টোবর ২০২৪, হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমদ হল সংলগ্ন মাঠে উক্ত ক্যাম্পিং এর উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্লাটুন কম্যান্ডার ও পিইউও (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান, ৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মেজর মোঃ মনজুরুল হাসানসহ অন্যান্যরা। এবারের ব্যাটালিয়ন ক্যাম্পিং এ ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র ডিভিশন পুরুষ ১৫৭ জন, মহিলা ৯৫ জন, জুনিয়র ডিভিশন ৪৮ জনসহ মোট ৩০০ জন ক্যাডেট, বিএনসিসিও, পিইউও, টিইউও অংশগ্রহণ করেন। আজ শুরু হয়ে আগামী ০৫ নভেম্বর পর্যন্ত ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০২৪ অনুষ্ঠিত হবে।