বিজনেস স্টাডিজ ও ফিসারিজ অনুষদের শিক্ষকদের সাথে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের মতবিনিময়
Posted: ৩০ অক্টোবর ২০২৪।


একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে সুযোগ-সুবিধা সৃষ্টি ও সম্প্রসারণকল্পে দুটি অনুষদের শিক্ষকদের সাথে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের মতবিনিময়

চিত্রঃ বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষকদের সাথে মত বিনিময়


৩০ অক্টোবর ২০২৪, হাবিপ্রবি, দিনাজপুর: অদ্য সকাল ১১টা হতে দুপুর ১.৩০টা পর্যন্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এর সাথে বিজনেস স্টাডিজ ও ফিসারিজ অনুষদের শিক্ষকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভিআইপি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মামুনার রশিদ, ফিসারিজ অনুষদের ডীন প্রফেসর ড. এ এস এম কিবরিয়া, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এবং বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অনুষদের পক্ষ থেকে বিভাগসমূহে শিক্ষক স্বল্পতা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, গবেষণাগার ও বাজেট স্বল্পতা, ল্যাব সমূহে দক্ষ জনবল, ডিজিটালাইজড ক্লাশ রুমসহ নানামূখী সমস্যা ও প্রয়োজনীয়তার কথা ভাইস-চ্যান্সেলর মহোদয়কে অবহিত করা হয়। ভিসি মহোদয় বিষয়গুলো গুরুত্বের সাথে এবং কিছু কিছু বিষয় অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। তিনি একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে সুযোগ-সুবিধা সৃষ্টি ও সম্প্রসারণকল্পে এবং শিক্ষার্থীদের গুণগত পাঠদানের জন্য শিক্ষকদের রুটিন কার্যক্রম অর্থাৎ ক্লাস-পরীক্ষার পাশাপাশি গবেষণা কার্যক্রমে বেশী বেশী মনোনিবেশ করার আহবান জানান।



চিত্রঃ ফিসারিজ অনুষদের শিক্ষকদের সাথে মত বিনিময়



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto