Posted: ৩০ অক্টোবর ২০২৪।
একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে সুযোগ-সুবিধা সৃষ্টি ও সম্প্রসারণকল্পে
দুটি অনুষদের শিক্ষকদের সাথে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের মতবিনিময়
চিত্রঃ বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষকদের সাথে মত বিনিময়
৩০ অক্টোবর ২০২৪, হাবিপ্রবি, দিনাজপুর: অদ্য সকাল ১১টা হতে দুপুর ১.৩০টা পর্যন্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এর সাথে বিজনেস স্টাডিজ ও ফিসারিজ অনুষদের শিক্ষকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভিআইপি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মামুনার রশিদ, ফিসারিজ অনুষদের ডীন প্রফেসর ড. এ এস এম কিবরিয়া, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এবং বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অনুষদের পক্ষ থেকে বিভাগসমূহে শিক্ষক স্বল্পতা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, গবেষণাগার ও বাজেট স্বল্পতা, ল্যাব সমূহে দক্ষ জনবল, ডিজিটালাইজড ক্লাশ রুমসহ নানামূখী সমস্যা ও প্রয়োজনীয়তার কথা ভাইস-চ্যান্সেলর মহোদয়কে অবহিত করা হয়। ভিসি মহোদয় বিষয়গুলো গুরুত্বের সাথে এবং কিছু কিছু বিষয় অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। তিনি একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে সুযোগ-সুবিধা সৃষ্টি ও সম্প্রসারণকল্পে এবং শিক্ষার্থীদের গুণগত পাঠদানের জন্য শিক্ষকদের রুটিন কার্যক্রম অর্থাৎ ক্লাস-পরীক্ষার পাশাপাশি গবেষণা কার্যক্রমে বেশী বেশী মনোনিবেশ করার আহবান জানান।
চিত্রঃ ফিসারিজ অনুষদের শিক্ষকদের সাথে মত বিনিময়