হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের শ্রদ্ধা নিবেদন
Posted: ৩১ অক্টোবর ২০২৪।

৩১ অক্টোবর ২০২৪, হাবিপ্রবি, দিনাজপুর: ঐতিহাসিক তেভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ এঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। আজ সকাল ৮.৩০ টায় গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ফসল শারীরতত্ত¡ ও পরিবেশ বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. আবু হাসান, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ, হল সুপার, সহকারী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।



উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা, যিনি ১৯৪৭ খ্রিষ্টাব্দে পাকিস্তান প্রতিষ্ঠার পর প‚র্ব পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রেখেছেন। তাকে তেভাগা আন্দোলনের 'জনক' হিসাবে আখ্যায়িত করা হয়। তিনি প‚র্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রবক্তা এবং প‚র্ব বাঙলার কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। তাঁর নামে প্রতিষ্ঠিত দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ পরবর্তীতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উন্নীত হয়।



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto