“শিক্ষার্থীদের সাথে নিয়ে ন্যায্যতার ভিত্তিতে সকল বৈষম্য দূর করা হবে” ----ভিসি, হাবিপ্রবি
Posted: ১৩ নভেম্বর ২০২৪



১৩ নভেম্বর ২০২৪, হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হল সুপার কাউন্সিল এর আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের (ছাত্র) সাথে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৫ টায় অডিটোরিয়াম-১ এ উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। সভায় আরও উপস্থিত ছিলেন প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, বিভিন্ন হলের হল সুপারসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। সঞ্চালনা করেন তাজউদ্দীন আহমদ হলের হল সুপার প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমান।




মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তৎমধ্যে দ্রুত সেসনজট দূরীকরণ, ক্রেডিট ফি কমানো, দ্রুত ফলাফল প্রকাশ, মেধার ভিত্তিতে হলের সিট বরাদ্দ, ডাইনিং এ ভর্তুকি প্রদান, রিডিং রুমের ব্যবস্থা করা, ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করা, হল ভিত্তিক লাইব্রেরী চালু করা, হলের নিরাপত্তা ও পরিস্কার পরিছন্নতার বিষয়ে গুরুত্ব দেয়া, গণরুম সংস্কৃতি বন্ধ করা, ডোপ টেস্টের ব্যবস্থা করা, শব্দদূষণ রোধ করা, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, নিষিদ্ধ সংগঠনের কেউ যেন হলে থাকতে না পারে তা নিশ্চিত করা, দ্রুত ছাত্র সংসদ কার্যকর করা, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এর কার্যক্রম শুরু করা, দ্রুত এলামনাই এসোসিয়েশন গঠনে উদ্যোগ নেয়া, যাতায়াত সুবিধা বৃদ্ধি করা ইত্যাদি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম এ ধরণের উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষার্থীরা ভাইস-চ্যান্সেলর মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের সকল সমস্যা শুনে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, ১৬ বছর আমরা কথা বলতে পারিনি, তাই আজ তোমাদের এই পাহাড় সমান অভিযোগ। দেড় থেকে দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকের পরিবেশ পেয়েছি। দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা অক্ষুন্ন রাখার জন্য যাঁরা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, আমি তাঁদের এই আত্মদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি বলেন, হলে সিট বন্টন হবে প্রধানত মেধার ভিত্তিতে, পাশাপাশি দারিদ্রতা ও পারিবারিক অবস্থার বিষয়টি দেখা হবে। ডাইনিং এর বিষয়েও আমরা পদক্ষেপ নেবো এবং তোমাদের বাকি দাবী গুলো কিভাবে দ্রুত পূরণ করা যায় সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং আমার পক্ষে যা যা করা সম্ভব তা করবো। এ সময় ছাত্রদের সকল সমস্যা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto