Posted: 2021-11-24 18:54:06
২৪ মার্চ ২০২২, হাবিপ্রবি, দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সহযোগিতায় এবং ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রিনিউয়ার একাডেমি (আইডিইএ) এর তত্তাবধানে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলতাফ হোসেন, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), আইডিইএ প্রকল্প, বিসিসি, আইসিটি ডিভিশন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মো. মেহেদী ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহাবুব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে রূপান্তর করতে চান এবং সেই রূপান্তরে যে ভিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তা হলো ৪র্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়া। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর গুরুত্বপূর্ণ ভূমিকায় বাংলাদেশ ৪র্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা এ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে। ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রিনিউয়ার একাডেমি (আইডিইএ) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদকে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ” কর্মশালায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের সনদ প্রদান করা হয়।