উদ্ভাবনী কার্যক্রম->ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা/ সেবার ডাটাবেজ

সর্বশেষ হালনাগাদ: 07-07-2024

ক্রমিক নং সেবার নাম সেবা/ আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ সেবা/আইডিয়াটি কার্যকর আছে কি-না / না থাকলে কারণ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না লিংক মন্তব্য
01 Online Enrollment System Online Enrollment System এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সেমিস্টারের এনরোলমেন্ট সম্পন্ন করতে পারে। সেবাটি কার্যকর আছে এই সিস্টেম চালু হওয়ার ফলে শিক্ষার্থীরা খুব সহজেই এনরোলমেন্ট সম্পন্ন করতে পারে। https://myinfo.hstu.ac.bd/ বাস্তবায়নের অর্থবছরঃ ২০২৩-২০২৪
02 Automation of Students Result Processing System (SRPS) সেমিস্টার ফাইনাল শেষে শিক্ষার্থীদের ফলাফল অতিদ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা অত্যাবশ্যকীয়। ম্যানুয়াল পদ্ধতিতে একজন শিক্ষককে উত্তরপত্র সংগ্রহ করে সেই পরীক্ষার নম্বর উত্তোলন করে নম্বরপত্রের হার্ডকপি বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে ফলাফল প্রকাশ করতে বেশ সময়ের প্রয়োজন। এই পদ্ধতিতে একই নম্বর দুইবার ইনপুট দেয়ার প্রয়োজন হয়। যার ফলে ফলাফলে ভুল হওয়ার আশংকা থাকে। ফলশ্রুতিতে ফলাফল প্রকাশে সময়, খরচ ও ভিজিট বেশি হয়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য কম সময়, কম খরচ এবং কম ভিজিটে সেমিস্টার ফাইনাল শেষে ফলাফল প্রকাশ করতে ওয়েব এপ্লিকেশন Students Result Processing System (SRPS) চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেবাটি কার্যকর আছে SRPS এর মাধ্যমে অল্প সময় ও নির্ভুলভাবে ফলাফল প্রস্তুত করা সম্ভব হচ্ছে। https://srps.hstu.ac.bd/ বাস্তবায়নের অর্থবছরঃ ২০২২-২০২৩
03 সেবা সহজিকরণঃ হাবিপ্রবির শিক্ষার্থীদের অবমুক্তির লক্ষ্যে “না দাবি”/ “ক্লিয়ারেন্স” সনদ প্রদানের জন্য One Stop Service একজন শিক্ষার্থীকে ফাইনাল সেমিস্টার শেষে সাময়িক সনদপত্র উত্তোলনের জন্য “না দাবি/“ক্লিয়ারেন্স নিতে হয়। এইজন্য ক্লিয়ারেন্স ফরম সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের ৮টি শাখা হতে শিক্ষার্থীকে নিজে গিয়ে আলাদা আলাদা করে ক্লিয়ারেন্স ফরমে ক্লিয়ারেন্স নিতে হয়। সেই ৮টি শাখা হতে ক্লিয়ারেন্স নিতে ও সাময়িক সনদপত্র পাওয়ার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় ১৫ কার্যদিবস লাগে। এ কারনে ফাইনাল সেমিস্টার এর ফলফলের পরেও একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে আরো ১৫দিন অবস্থান করা লাগে। যারফলে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে একজন শিক্ষার্থীর অতিরিক্ত অর্থসহ ভোগান্তি পোহাতে হয়। এই সমস্যা উত্তোরণের জন্য কম সময়, খরচ এবং ভিজিটে শিক্ষার্থীদের সাময়িক সনদপত্র উত্তোলনের জন্য One Stop Service চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেবাটি কার্যকর আছে One Stop Service এর মাধ্যমে একজন শিক্ষার্থী মাত্র ৩ দিনের মধ্য সাময়িক সনদপত্র উত্তোলন করতে পারে অফলাইন বাস্তবায়নের অর্থবছরঃ ২০২২-২০২৩
04 HSTU Official App HSTU Official App একটি মোবাইল এপ্লিকেশন। এর মাধ্যমে হাবিপ্রবি এর সকল শিক্ষক, কর্মকর্তা এর নাম , পদবী, ইমেইল, মোবাইল পাওয়া যায়। খুব সহজেই কল, এসএমএস দেয়া যায়। সেবাটি কার্যকর আছে প্লেস্টোর থেকে ১০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে https://play.google.com/store/apps/details?id=com.rashed.hstuofficialapp বাস্তবায়নের অর্থবছরঃ ২০২১-২০২২
05 অটোমেশন এন্ড ডিজিটাইজেশন অব সেন্ট্রাল লাইব্রেরি শিক্ষার গুনগত মান, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গ্রন্থাগার মুখী করা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নের ধারা অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় গ্রন্থাগারের কার্যক্রম ও সেবার মান নিশ্চিত ও সেবা সম্প্রসারণের জন্য গ্রন্থাগার অটোমেশন ও ডিজিটাল লাইব্রেরি তৈরি করার পরিকল্পনা করা হয় । হাবিপ্রবি লাইব্রেরির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৪ টি শাখা যথাক্রমে সংগ্রহ শাখা, প্রসেসিং শাখা, সার্কুলেশন শাখা এবং রেফারেন্স শাখা সহ লাইব্রেরি ব্যবহারকারীদের ভোগান্তি কমিয়ে পুরো লাইব্রেরিকে ডিজিটাইজেশন ও অটোমেশনের আওতায় আনা হয়েছে। সেবাটি কার্যকর আছে লাইব্রেরি অটোমেশনের ফলে ব্যবহারকারিগণ খুব সহজে বই খোজা, বই উত্তোলন, জমা দিতে পারে। https://library.hstu.ac.bd/ বাস্তবায়নের অর্থবছরঃ ২০২১-২০২২
বিষয় তারিখ (Year-Month-Day) ডাউনলোড
ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজিকৃত সেবা/আইডিয়াসমুহ (৪র্থ ত্রৈমাসিক এপ্রিল,২০২৪-জুন,২০২৪) 2024-07-07 21:46:14
ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজিকৃত সেবা/আইডিয়াসমুহ (৩য় ত্রৈমাসিক জানুয়ারি,২০২৪-মার্চ,২০২৪) 2024-04-04 18:13:56
ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজিকৃত সেবা/আইডিয়াসমুহ (২য় ত্রৈমাসিক অক্টোবর,২০২৩-ডিসেম্বর,২০২৩) 2024-01-04 13:11:33
ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজিকৃত সেবা/আইডিয়াসমুহ (১ম ত্রৈমাসিক জুলাই,২০২৪-সেপ্টেম্বর,২০২৪) 2023-10-03 16:20:54
winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto