হাবিপ্রবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন
Posted: ০৮ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুরঃ



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের আয়োজনে "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল ফুটবল টুর্নামেন্ট ২০২৫" আজ থেকে শুরু হয়েছে । আজ বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। আরও উপস্থিত ছিলেন নবনিযুক্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, সহকারী হল সুপার প্রফেসর ড. মো. ফখরুজ্জামান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ , সভাপতিত্ব করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের হল সুপার প্রফেসর ড. আবু খায়ের মো. মুক্তাদিরুল বারী চৌধুরী।





এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাদক থেকে দূরে রাখতে সহায়ক হয়। শিক্ষার্থীদের জীবন গঠনে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা ও ক্রীড়া কার্যক্রম সমানভাবে প্রয়োজন। তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ খেলার মাঠে সবাই সমান। কারো জন্য এক্সট্রা কোন সুবিধা নেই। পরিশেষে এ ধরণের উদ্যোগ গ্রহণের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন ।

News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto