হাবিপ্রবিতে কর্মচারীদের “অফিস ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Posted: ২৪ মে ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে “অফিস ম্যানেজমেন্ট” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও শাখায় কর্মরত কর্মচারীবৃন্দ (৪৫ জন) অংশগ্রহণ করেন। আজ সকাল ১০ টায় আইআরটি’র কনফারেন্স কক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রুরাল ডেভলপমেন্ট একাডেমী (আরডিএ) এর জয়েন্ট ডিরেক্টর ড. মো. আবিদ হোসেন মৃধা। সভাপতিত্ব করেন আইআরটি'র পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন আইআরটি'র সহকারী পরিচালক মো. শাহজাহান মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা উপস্থিত কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা হলেন বিশ্ববিদ্যালয়ের রুট লেভেলের প্রাণকেন্দ্র। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল স্টেক হোল্ডার হলো শিক্ষার্থীরা, এরপর শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী। কিন্তু বিভিন্ন কাজের শুরু হয় উল্টো দিক থেকে, মানে আপনাদের মাধ্যমে। এক্ষেত্রে আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন মেনে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হবে। আপনাদের কার্যক্রমের কারণে কেউ যেন বঞ্চিত না হয়, পাশাপাশি কেন যেন অতিরিক্ত সুবিধাও না পায় সেদিকে নজর রাখতে হবে। নিয়ম মেনে অফিস করতে হবে এবং আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। পরিশেষে এ ধরণের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য তিনি আইআরটি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।


News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto