হাবিপ্রবিতে “দক্ষিণ কোরিয়ায় স্মার্ট কৃষির প্রবণতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Posted: ১০ ফেব্রুয়ারি ২০২৫



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “Trends of Smart Precision Agriculture in Korea: Engineering Perspectives” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এআইই) বিভাগের ল্যাব-২ তে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি এর বায়োসিস্টেম মেশিনারি ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সান ওক চ্যাং, সভাপতিত্ব করেন এআইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সরকার, সঞ্চালনা করেন এআইই বিভাগের প্রফেসর ড. মো. শাহনুর কবির। সেমিনারে ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং লেভেল ৩, ৪ ও মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার বলেন, আজকের এই সেমিনারের মাধ্যমে আমরা কোরিয়ার কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান এবং ভবিষ্যৎ বাংলাদেশের কৃষিতে স্মার্ট প্রযুক্তি প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পেরেছি বলে আমি মনে করি। তিনি বলেন, বাংলাদেশী শিক্ষার্থীরা অনেক মেধাবী কিন্তু আমাদের সম্পদ অত্যন্ত সীমিত। ফলে কৃষি ক্ষেত্রে কোরিয়ার মতো ততো বেশি এগিয়ে যেতে পারিনি, তবে আশা করি আস্তে আস্তে আমরা এটা কাটিয়ে উঠতে পারবো।
সেমিনারে প্রধান বক্তা জানান ৩০-৩৫ বছর আগে কৃষি ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার অবস্থান বাংলাদেশের মতই ছিলো। পরবর্তীতে শ্রমিকের সংকটের কারণে কৃষির আধুনিকায়ন ও স্মার্ট প্রযুক্তির প্রয়োজন হয় এবং ধীরে ধীরে কোরিয়ার কৃষি আধুনিক প্রযুক্তির উপর নির্ভর হয়ে পড়ে। এ সময় তিনি কোরিয়াতে কৃষির বিভিন্ন সেক্টরে চলমান স্মার্ট টেকনোলজির প্রয়োগ নিয়ে বিস্তারিত প্রবন্ধ উপস্থাপন করেন।


News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto