হাবিপ্রবির বিদেশী শিক্ষার্থীদের সাথে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Posted: ২৫ নভেম্বর ২০২৪



ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশন এর আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত নেপাল, ভুটান, ইন্ডিয়া, সোমালিয়া, নাইজেরিয়াসহ ৫ টি দেশের শতাধিক বিদেশী শিক্ষার্থীদের সাথে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪.৩০ টায় অডিটোরিয়াম-২ এ উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশন এর পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান। সভায় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ইন্টারন্যাশনাল হলের হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চুসহ বিভিন্ন হলের হল সুপার, প্রক্টর, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ, সহকারী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালকসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল হলের সহকারী হল সুপার প্রফেসর ড. মারুফ আহমেদ।




মতবিনিময় সভায় বিদেশী শিক্ষার্থীরা বর্তমান প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য হলের নানামুখী সেবামূলক পদক্ষেপ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে তাদের জন্য ভিসা সহজীকরণ, সতন্ত্র ফরেন স্টুডেন্ট হল, স্টাইপেন্ড, ডীনবৃত্তি, হলের ফি কমানো ও পরিষ্কার পরিচ্ছন্নতা, খেলাধুলার সুযোগ সুবিধা সংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রথম এ ধরণের উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষার্থীরা ভাইস-চ্যান্সেলর মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার বলেন, ভিসার জটিলতার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, তারপরও এই সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো, যেন দুই দেশের সরকার আলোচনা করে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে পারে।






প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা উপস্থিত বিদেশী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, তোমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ে পেয়ে আমরা গর্বিত। তোমাদের শিক্ষা ও ব্যক্তিগত জীবন সুন্দর করতে যা যা করা প্রয়োজন, আমি তা করবো। আমি তোমাদের কিছু সমস্যার কথা শুনলাম, এসব বিষয়ে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। তিনি বলেন, দেশী শিক্ষার্থীরা ডীনবৃত্তি পায় কিন্তু তোমরা এটা পাওনা, এখন থেকে তোমরাও এই বৃত্তি পাবে। পাশাপাশি ছাত্র হলের (ইন্টারন্যাশনাল) সিট রেন্ট কমানোর বিষয়ে আমরা কাজ করবো। এছাড়াও তিনি শিক্ষার্থীদেরকে তাদের মেধা ও দক্ষতা দিয়ে বাংলাদেশের বিভিন্ন জব সেক্টরে অবদান রাখার যে সুযোগ রয়েছে তা গ্রহণ করার জন্য উৎসাহিত করেন। মতবিনিময় সভা শেষে রাতে মাননীয় ভাইস-চ্যান্সেলর ও প্রো ভাইস-চ্যান্সেলর মহোদয় ইন্টারন্যাশনাল হল পরিদর্শন করেন।


News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto