প্রভাষকবৃন্দের সাথে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর ও প্রো ভাইস-চ্যান্সেলর এর মতবিনিময়
Posted: ১০ নভেম্বর, ২০২৪ ।


১০ নভেম্বর ২০২৪, হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা ও প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এর সাথে একাডেমিক অন্যান্য বিষয়ে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। মতবিনিময় সভার শুরুতেই প্রভাষকবৃন্দের পক্ষ থেকে মাননীয় ভাইস-চ্যান্সেলর ও প্রো ভাইস-চ্যান্সেলর মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।


News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto