হাবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরী পরিদর্শন করলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা
Posted: ২১ নভেম্বর ২০২৪



আজ সকাল ১১ টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরী পরিদর্শন করেছেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। এ সময় ভাইস-চ্যান্সেলর মহোদয় উপস্থিত শিক্ষার্থীদের সাথে লাইব্রেরীর সুযোগ সুবিধা ও বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন এবং একাডেমিক বিষয়ে পড়াশুনার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সেবার মান বৃদ্ধির লক্ষে লাইব্রেরীর কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনের সময় তার সাথে ছিলেন বিভিন্ন শাখার পরিচালক, সহযোগী পরিচালক, সহকারী প্রক্টর, ডেপুটি- লাইব্রেরীয়ানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।








News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto