হাবিপ্রবিতে “ATF Sub-Project Proposal” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
Posted: ২৩ জানুয়ারি ২০২৫



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) "ATF Sub-Project Proposal" শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে উক্ত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জ্ঞান ও গবেষণায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর মাধ্যমে এই প্রজেক্টটি শুরু করেছে। এই প্রজেক্টের অন্যতম লক্ষ্য হলো, গবেষণা ক্ষেত্রকে আরও বিস্তৃত করা ও আন্তজার্তিক পর্যায়ে উন্নিত করা। এক্ষেত্রে আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এবং প্রত্যেকের গবেষণার মান বাড়াতে হবে। যার মাধ্যমে হাবিপ্রবিকে আমরা আন্তজার্তিক পর্যায়ে উপস্থাপন করতে পরবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, কি-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি পরিচালিত হিট (HEAT) প্রজেক্টের ডিরেক্টর প্রফেসর ড. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মোমিনুর রহমান। ওয়ার্কশপে বিভিন্ন অনুষদের সম্মানিত ডীনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দসহ অন্যান্য শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পরিচালিত “হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন” (HEAT) প্রকল্পটি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন ও রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাঁচ বছর মেয়াদি উক্ত প্রজেক্টটি বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক এর যৌথ অর্থায়নে পরিচালিত হচ্ছে। এর উল্লেখযোগ্য লক্ষ্যসমূহ হলো গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে উৎসাহ প্রদান এবং পেটেন্টিং প্রক্রিয়া সহজতর করা, উচ্চশিক্ষার মানোন্নয়নে গুণগত মান নিশ্চিতকরণ এবং স্বীকৃতি প্রক্রিয়া শক্তিশালী করা, ডিজিটাল নেটওয়ার্ক ও সম্পদের উন্নয়ন তথা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল সংযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষার সুযোগ সম্প্রসারণ, প্রতিযোগিতামূলক গবেষণা অনুদান প্রদান এবং শিক্ষা ও শিক্ষণ পরিবেশের উন্নয়ন।


News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto