হাবিপ্রবিতে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন ও বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
Posted: ৩০ নভেম্বর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর উদ্যোগে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন ও বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় আইআরটি’র কনফারেন্স কক্ষে উক্ত বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন ও বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। সভাপতিত্ব করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, সঞ্চালনা করেন আইআরটি’র সহযোগী পরিচালক প্রফেসর ড শরীফ মাহমুদ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন ও শিক্ষকবৃন্দ, আইআরটি এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আইআরটি’র বার্ষিক গবেষণা প্রতিবেদন এর মোড়ক উন্মোচন করা হয়। কর্মশালায় ২০২৩–২০২৪ অর্থবছরে সম্পন্ন হওয়া ইন্ডিপেনডেন্ট গবেষণা প্রকল্প এবং ২০২২–২০২৩ অর্থবছরের সমাপ্ত কোলাবরেটিভ গবেষণা প্রকল্পসমূহের চূড়ান্ত ফলাফল এবং ২০২৩-২০২৪ অর্থবছরের চলমান কোলাবরেটিভ গবেষণা প্রকল্পসমূহের সার্বিক অগ্রগতি ও গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয় ।





উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. এনামউল্যা বলেন, গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের সুনাম, সাফল্য ও অগ্রগতির প্রধান ভিত্তি। বর্তমান বিশ্বের পরিবর্তনশীল প্রেক্ষাপটে নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং সমস্যা সমাধানে কোলাবরেটিভ রিসার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, কোলাবরেটিভ রিসার্চ শিক্ষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় বৃদ্ধি করে, গবেষণার গুণগত মান উন্নত করে এবং আন্তর্জাতিক মানের গবেষণা তৈরি করতে সহায়তা করে। তিনি আশা প্রকাশ করে বলেন আমাদের গবেষকদের সৃজনশীলতা, নিষ্ঠা ও পরিশ্রমই হাবিপ্রবিকে একটি অগ্রসরমান গবেষণামূলক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করবে। তিনি গবেষকদের নিয়মিত গবেষণা প্রবন্ধ প্রকাশ, নতুন গবেষণা প্রস্তাবনা তৈরির উদ্যোগ এবং সমাজের সাথে গবেষণার সংযোগ আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি তিনি আইআরটির এমন উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করেন। অনুষ্ঠানে ১০ জন শিক্ষককে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড প্রদান করা হয়, তারা হলেন কৃষি অনুষদ থেকে এগ্রোনমি বিভাগের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, এনটোমোলজি বিভাগের প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, প্ল্যান্ট প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. মহিদুল হাসান। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে সহকারী অধ্যাপক মো. রনি তোতা, বিজনেস স্টাডিজ অনুষদ থেকে প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌসী, ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে প্রফেসর ড. মো. সাজ্জাত হোসেন সরকার, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদ থেকে প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম, বিজ্ঞান অনুষদ থেকে সহকারী অধ্যাপক এ. এস. এম. আবু সাঈদ এবং সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদ থেকে প্রফেসর ড. রোজিনা ইয়াসমিন (লাকি)।



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto