২৫ মার্চের কালরাত্রি স্মরণে হাবিপ্রবি'তে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত
Posted: ২৫ মার্চ ২০২২।


২৫ মার্চ ২০২২, হাবিপ্রবি, দিনাজপুরঃ আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এই দিনের শেষে এক বিভীষিকাময় রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কন্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। বাঙালির স্বাধীনতার আকাক্সক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এরপর ৯মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৫ মার্চ ভয়াল গণহত্যার প্রতিবাদে, শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, হাবিপ্রবি ছাত্রলীগ নেতৃবৃন্দ ও কর্মচারিদের নিয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। পরবর্তীতে রাত ৯টা থেকে ৯টা ১মিনিট পর্যন্ত সারাদেশের ন্যায় হাবিপ্রবিতে প্রতীকী ‘বøাক আউট’ পালন করা হয়।



News and Events