শরীফ ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যুতে হাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা'র শোক প্রকাশ
Posted: ১৯ ডিসেম্বর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর



জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গত ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. বৃহস্পতিবার রাত ৯.৪৫ ঘটিকায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঘাতকের বুলেটের আঘাতে তাঁর মর্মান্তিক মৃত্যুতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক বার্তায় তিনি বলেন, জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদীর এই নৃশংস হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে নিরপেক্ষ বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। গণতন্ত্র ও আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে ওসমান হাদীর এই আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে শহিদ হিসেবে এবং জান্নাতুল ফেরদৌস-এর মেহমান হিসেবে কবুল করুন, আমিন।



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET
slot pulsa . https://bakeryrahmat.com/ slot demo https://nvmslot898chat.com rajatoto